No Internet Connection !

মানিকগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: মানিকগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার সীমানা কি? উ: মানিকগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা

✅ দক্ষিণে: ফরিদপুর, রাজবাড়ি ও ঢাকা জেলা

✅ পূর্বে: রাজধানী ঢাকা জেলা

✅ পশ্চিমে: পাবনা ও রাজবাড়ী জেলা


প্রশ্ন: মানিকগঞ্জ জেলার আয়তন কত? উ: ১,৩৭৮.৯৯ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: প্রদীপ্ত মানিকগঞ্জ।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ১৬৭৮ টি।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৬৫ টি।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৭ টি। মানিকগঞ্জ সদর, শিবালয়, সাটুরিয়া, ঘিওর, সিঙ্গাইর, হরিরামপুর ও দৌলতপুর।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ: ২ টি। মানিকগঞ্জ ও সিংগাইর।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: পদ্মা, যমুনা, ধলেশ্বরী, কালিগঞ্জ ইত্যাদি।
প্রশ্ন : মানিকগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: ঔষধ, সিরামিক, চামড়া, বস্ত্র, পাদুকা প্রভৃতি।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: নবরত্ন মঠ, তেওতা জমিদার বাড়ি, মাচাইন মসজিদ, শাহ রুস্তমের মাজার, তেওতার নীল কুঠি, ইমামপাড়া জামে মসজিদ, ইব্রাহিম শাহের মাজার, একচালা দুর্গ শিবালয়, মত্তের মঠ, শ্রীশ্রী আনন্দময়ী কালিবাড়ী, রজনীভবন, বাইমাইলের নীলকুঠি (সদর), ফোর্ড নগরের দুর্গ, বায়রা নীলকুঠি, দত্ত-গুপ্তদের বাসভবন, আনন্দকুঠি ও মন্দির, কাটাসগড় দুর্গ, ঢাকীজোড়ার দুর্গ, দশচিড়া বৌদ্ধবিহার ও স্তূপ, বালিয়াটির জমিদার প্রাসাদ (সাটুরিয়া), ধানকোড়া জমিদার বাড়ি, কালুশাহের মাজার, শ্রীবাড়ী বড়টিয়া গ্রামের নীলকুঠি (ঘিওর) সহ অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে।
প্রশ্ন: মানিকগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: অমর্ত্য সেন (বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রথম অর্থনীতিতে এশীয় নোবেল বিজয়ী), হীরালাল সেন (চলচ্চিত্রকর), শহীদ রফিক (ভাষা সৈনিক), খান আতাউর রহমান (চিত্র পরিচালক ও অভিনেতা), ড. দীনেশ চন্দ্র সেন (সাহিত্যিক ও গবেষক)।
top
Back
Home
Gsearch